দ্য গার্ডিয়ান /
ট্রাম্পের সৌদি তোষামোদে ইসরায়েল কেন অস্বস্তিতে
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে (এমবিএস) হোয়াইট হাউস যে অভ্যর্থনা দিয়েছে, তা ছিল ট্রাম্প প্রশাসনের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন। এর মধ্য দিয় পররাষ্ট্রনীতিতে ট্রাম্প কোন বিষয়কে বেশি গুরুত্ব দেন তাও প্রকাশ পায়।